সাধারনত লাক্সারিয়াস, ভারী ও বড় পণ্যের ক্ষেত্রে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক আরোপ করা হয় সরকারী ভাবে। ছোট পণ্য হলে, ওজন কম হলে, কম দামী পণ্যে সাধারণত কাস্টম ডিউটি বসে না। পণ্যের তারতম্য হিসেবে ডিউটি বসে এবং তা কম বা বেশি হতে পারে।
প্রোডাক্টের উপর যদি কাস্টম থেকে ভ্যাট আরোপ করে তাহলে পন্যের সাথে ভ্যাটের একটি রশিদ দেয়া হবে। পোস্ট অফিসের মাধ্যমে পণ্য আসার পর পণ্য ডেলিভারির সময় পোষ্টম্যান এর শুল্ক রশিদ অনুযায়ী আমদানি শুল্কের পরিমান টাকা আমরা প্রদান করে থাকি । এর জন্য আপনাকে কাস্টম অফিসে যেতে হবে না। পরবর্তীতে আপনাকে সেই রশিদ দেয়া হবে এবং আপনাকে সেই পরিমান টাকা দিয়ে আমাদের কাছ থেকে পণ্য ডেলিভারি নিতে হবে।
"কাস্টম অফিসে যেতে হবে না"
আমদানি শুল্ক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। নিয়মিত পণ্য কেনাকাটা করলে আপনি নিজেই বুঝে যাবেন কোন পণ্যে আমদানি শুল্ক লাগতে পারে আর কোন পণ্যে লাগবে না।
বিঃদ্রঃ অনেকেই কাস্টম ডিউটিকে ভ্যাট, ট্যাক্স বলে থাকেন। কাস্টম ডিউটি, আমদানি শুল্ক, ট্যাক্স, ভ্যাট সব গুলো আসলে একই অর্থে বুঝানো হয়।
No comments