Social Items

Welcome To AliExpress Shoppers Bangladesh

ইদনিং যাবত অনেকেরই অভিযোগ আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট সময় মত আসে না অথবা আসতে দেরি হয়। অনেকেই আবার মনে করেন শুধুমাত্র সেলারের কারণে প্রোডাক্ট আসতে দেরি হয়, যার জন্য সেলারকে দোষারোপ করেন।

জেনে রাখা ভালো একটি প্রোডাক্ট এর শিপিং টাইম শুধুমাত্র সেলারের উপরই নির্ভর করে না। পুরোপুরি একটা চেইন অফ কমান্ড অতিক্রম করে প্রোডাক্ট বাইরের দেশে ডেলিভারি হয়। আজকে আপনাদের তেমন কিছু শিপিং মেথডের সাথে পরিচিত করিয়ে  দেয়ার চেষ্টা করবো।


মূলত যেসব কারনে প্রোডাক্ট এর শিপিং টাইম বেশি লাগতে পারেঃ


- শিপিং মেথড (ফ্রি/পেইড)

- সেলার ঠিক সময়মত পণ্যটি পাঠাচ্ছে কিনা।
সাধারণত ভালো সেলার ১/২ দিনের মধ্যেই অর্ডার প্রসেস করে প্রোডাক্ট পাঠিয়ে দেয়। অপরদিকে অনেক সেলার ৭-১০ দিন সময় লাগিয়ে দেয় শুধুমাত্র অর্ডার প্রসেস করে পাঠাতে। যার ফলে প্রোডাক্টটি পেতেও দেরি হয়ে যায়।

- খারাপ আবহাওয়া (এর কারণেও শিপিং টাইম বেশি লাগতে পারে)।
প্রোডাক্ট গুলো রেগুলার ফ্লাইটে আসে। তাই আবহাওয়া অনুকূলে না থাকে আর ফ্লাইট বন্ধ থাকলে প্রোডাক্ট দেরিতে আসে।

- বাংলাদেশ কাস্টমস। (এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমি আর ব্যাখ্যা করলাম না) তারপরও প্রোডাক্ট আসার পর ক্লিয়ারেন্সের ব্যাপার তো আছেই। প্রোডাক্ট কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে "ফরেন পোস্ট অফিসে" যায়। সেখান থেকে লোকাল পোস্ট অফিস হয়ে কাস্টমার এর কাছে ডেলিভারি হয়।

ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে পণ্য আসতে দেরি হতে পারে।



সমাধানঃ তাহলে কম সময়ে আলিএক্সপ্রেস থেকে পণ্য হাতে পাবার উপায় কি?

- অবশ্যই ভাল সেলার দেখে অর্ডার করা।
- অবশ্যই প্রোডাক্ট এর রেটিং / রিভিউ দেখে অর্ডার করা।
- ভাল শিপিং মেথড ব্যবহার করা।


কম খরচে ২টি ভাল শিপিং মেথড হলঃ

১. AliExpress Standard Shipping
২. China Post Registered Air Mail



ফ্রি শিপিং মেথডঃ

১. China Post Ordinary Small Packet Plus শিপিং মেথডটি খুব বেশি প্রয়োজন মনে না হলে, ব্যবহার করা উচিত নয়।
২. Yanween Economoy Airmail, Sunyou Economoy AirMail, Cainiao Super Economoy Airmail এগুলো সবই "ফ্রি শিপিং" মেথড। খুব কম মুল্যের কিছু অর্ডার করলে এগুলো ব্যবহার করতে পারেন। চিন্তার কিছু নেই বেশির ভাগই পাওয়া যায়।

আলীএক্সপ্রেস থেকে অর্ডার করার জন্য আপনি কোন শিপিং মেথডটি ব্যবহার করেন? আপনাদের কোন টিপস জানা থাকলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।

আলিএক্সপ্রেসের পন্য আসতে কেমন সময় লাগে? কোন শিপিং মেথডে অর্ডার করলে আগে পাবো?

Featured Post

AliExpress এর পণ্য বাংলাদেশ থেকে অর্ডার করুন বিকাশ ও ব্যাংক পেমেন্ট এর মাধ্যমে

আপনি হয়তো ফেসবুক স্ক্রল করলেই আলী এক্সপ্রেস এর বিভিন্ন পন্যের প্রমোশন দেখছেন। ১০ মিলিয়ন পন্য আর ১ মিলিয়ন বিশ্বস্ত সাপ্লাইয়ার এর প্লাটফর্ম ...