Social Items

Welcome To AliExpress Shoppers Bangladesh

 আসসালামুয়ালাইকুম,


আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান অল্প টাকায়।  বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারিদিকে, একটু খোঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা। তাই ব্যবসা করতে গেলে আপনার কাংখিত পন্য বাছাই করাটাও অনেক জরুরী। 



Alibaba.com হলো একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি অর্থাৎ একটি বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান। তবে আলিবাবার ব্যবসা এখন পুরো বিশ্ব জুরে তাদের ব্যবসা প্রসার করছে। পাইকারি মূল্যে পন্য নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে Alibaba.com থেকেই আপনার ব্যবসার জন্য পন্য নিয়ে আসতে পারেন। তাই ব্যবসা শুরুর আগে পন্যের স্যাম্পল দেখে সেটির গুনগত মান বিবেচনা করে তারপর আপনার যতটুকু দরকার নিয়ে আসতে পারবেন। 


স্যাম্পল আনানোর ক্ষেত্রে অনেক সময় সেলার সেটি ফ্রি তে দেয় আবার অনেক সময় চার্জ নিয়ে থাকে। তবে আপনাকে স্যাম্পল আনানোর জন্য অবশ্যই ট্রান্সপোর্ট ফি এবং ওয়েট চার্জ দিতে হবে । 


একটা স্যাম্পল আমদানি করতে আপনাকে প্রায় অনেক টাকাই পরিশোধ করতে হবে।  যেমন  আপনি একটি টি-শার্ট আনাতে চাচ্ছেন এখন এটা আনানোর জন্য আপনাকে শিপিং ফি বাবদ DHL, FEDEX, TNT, UPS এর জন্য  প্রায় ২০০০ টাকা গুনতে হবে।  কাস্টমস এবং সি এন্ড ফি বাবদ আরো ২০০০ টাকার মত অর্থাৎ মোট প্রায় ৪০০০ টাকা আপনার একটি স্যাম্পল আনতেই দিতে হচ্ছে। তাই স্যাম্পল আনানোর জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করেবন। তবে হ্যাঁ, DHL এর ক্ষেত্রে যদি আপনার DHL এ পার্মানেন্ট একাউন্ট না থাকে তাহলে তারা বাকিতে পন্য আনে না। অর্থাৎ এ পর্যায় সেলার DHL এর ফি বাকি রেখে আপনাকে প্রোডাক্ট পাঁঠাতে পারবে না। 


আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন, যেখান থেকে পন্য আনাতে চাচ্ছেন সেই কোম্পানি কত বছর ধরে গোল্ড সাপ্লায়ার হিসেবে কাজ করছে, তাদের মেইন প্রোডাক্ট কি? তারা কি আসলেই উৎপাদন করছে নাকি? এসব কিছুই একটু খেয়াল করে নিবেন। 


আলিবাবা থেকে পন্যের স্যাম্পল এনে নিজের ব্যবসা শুরু করুন । সাথে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরী সকলের জন্য

আসসালামুয়ালাইকুম,

আলিএক্সপ্রেস প্রোডাক্ট শিপমেন্টের জন্য আমরা আনছি বিশেষ শিপমেন্ট সার্ভিস যার মাধ্যমে আপনি আলিএক্সপ্রেসের প্রোডাক্ট শিপমেন্ট করতে পারবেন আগের তুলনায় অনেক কম সময়ে। তবে, আগে যেমন আমরা ফ্রি শিপিং এর প্রোডাক্ট ও এনে দিতাম তার সাথে কোন আলাদা চার্জ এড হতো না। কিন্তু এখন থেকে কোন প্রোডাক্ট "ফ্রি শিপিং" এ আসবে না। তাই শিপিং চার্জ প্রদানের পাশাপাশি প্রোডাক্ট শতভাগ নিশ্চয়তার সাথে অর্ডার করতে পারবেন। 


শিপিং চার্জ কত? আলাদা কাস্টমস ট্যাক্স দিতে হবে কি ?

শিপিং চার্জ গণনা  হবে প্রোডাক্টের ওজন অনুযায়ী। সম্ভাব্য চার্জ ৯০০ টাকা থেকে ১২০০ টাকা প্রতি কেজি। অনেক সময় কিছু প্রোডাক্ট পিস অনুযায়ী চার্জ করা হবে ।  এই চার্জের মধ্যেই কাস্টমস ট্যাক্স যুক্ত  থাকবে।  তাই আলাদা করে আর কোন চার্জ পেমেন্ট করতে হবেনা। 

প্রোডাক্টের সম্ভাব্য চার্জ কতো আসবে এটা মেনশন করে আপনাকে ফেসবুকের রিপ্লাই, এসএমএস কিংবা আপনার দেয়া মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আপনি সম্মত থাকলে পেমেন্ট করে অর্ডার প্রসেস করা হবে। 

২-৫ ডলারের প্রোডাক্ট এঁর জন্য সরাসরি ওয়েট চার্জ না এসে ফিক্সড শিপিং চার্জ ধরা হবে। যেমন ২-৫ ডলারের প্রোডাক্টের শিপিং চার্জ ১৩০ টাকা এবং ৬-১০ ডলারের শিপিং চার্জ ১৮০ টাকা। প্রোডাক্ট অর্ডারের সময় এই চার্জ যুক্ত থাকেনা, প্রোডাক্ট দেশে আসার পর যুক্ত করে আপনাকে জানানো  হবে । তবে প্রোডাক্টের মূল ওজন যদি ২০০ গ্রাম থেকে বেশি হয় তখন প্রোডাক্ট এর উপর শিপিং চার্জ গড়ে ১০০০ টাকা কেজিতে গণনা হবে ।  


উদাহরণঃ ধরুন আপনি এক জোড়া জুতা অর্ডার করবেন যেখানে আলিএক্সপ্রেস এ প্রোডাক্ট এর দাম ৬০ ডলার এবং শিপিং চার্জ আলিএক্সপ্রেস প্রিমিয়াম শিপিং ২৯ ডলার দেয়া আছে। আপনি যদি আমাদের মাধ্যমে অর্ডার করেন তাহলে আপনার ২৯ ডলার আর লাগবেনা (তবে মাঝে মাঝে চায়না লোকাল ডেলিভারি চার্জ লাগতে পারে), প্রোডাক্টের ওজন যদি ১ কেজি হয় তাহলে আপনার শিপিং কাস্টমস মিলিয়ে ৯০০ থেকে ১২০০ টাকা লাগবে।

যেকোনো প্রোডাক্ট কি শিপমেন্ট করা যাবে ?

প্রায় সকল প্রোডাক্টই শিপমেন্ট করা যাবে আমাদের এর মাধ্যমে।  যদি শিপমেন্ট না করা যায় সেক্ষেত্রে আপনাকে জানানো হবে ।


মিনিমাম কতো ডলারের প্রোডাক্ট শিপমেন্ট করা যাবে ? 

মূলত আপনি ২ ডলার থেকে শুরু করে যেকোনো পরিমাণ অর্ডার করতে পারবেন তবে আমাদের সাজেশন অনুযায়ী কম মুল্যের প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে প্রোডাক্ট এর পরিমাণ বাড়িয়ে সেটা ১০ ডলার করলে সুবিধা হবে আপনাদের আমাদের উভয়ের জন্যই। যেহেতু প্রোডাক্টটি চায়নার মধ্যে ডেলিভারি হবে তাই মাঝে মাঝে সেলার থেকে ওয়্যারহাউজে আসার ডেলিভারিতে ছোট বা কম পরিমাণ প্রোডাক্ট তারা ডেলিভারি করতে চায় না।


শিপিং টাইম কতদিন? 

প্রতি সপ্তাহে একটি করে শিপমেন্ট আসবে তাই শিপিং টাইম ১৫ থেকে  ২৫ দিন সময় লাগতে পারে।  এছাড়া কাস্টমস জনিত সমস্যা, শিপমেন্ট সমস্যা থাকলে সর্বোচ্চ ৫০ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।


শিপিং চার্জ কখন নেয়া হবে? 

প্রোডাক্ট দেশে আসার পর প্রোডাক্টের সাথে শিপিং এবং কাস্টমস চার্জ (যদি থাকে) যুক্ত হবে ।  আপনি এসএমএস এবং মেইলে নোটিফিকেশন পাবেন । এরপর পেমেন্ট করে দিলে ডেলিভারি করা হবে । 



বিশেষ দ্রষ্টব্যঃ যেসকল প্রোডাক্ট এর শিপিং চার্জ বেশি, ট্যাক্স নিয়ে অনিশ্চয়তা, কিংবা  Can't Ship to Bangladesh দেখায় সেই সব প্রোডাক্ট গুলোও এখন "AliExpress Shoppers Bangladesh" এর মাধ্যমে অর্ডার করে  শিপমেন্ট নিতে পারবেন।

AliExpress Shoppers Bangladesh নিয়ে এলো বিশেষ শিপমেন্ট সার্ভিস । অর্ডার করুন শতভাগ নিশ্চয়তার সাথে।

Featured Post

AliExpress এর পণ্য বাংলাদেশ থেকে অর্ডার করুন বিকাশ ও ব্যাংক পেমেন্ট এর মাধ্যমে

আপনি হয়তো ফেসবুক স্ক্রল করলেই আলী এক্সপ্রেস এর বিভিন্ন পন্যের প্রমোশন দেখছেন। ১০ মিলিয়ন পন্য আর ১ মিলিয়ন বিশ্বস্ত সাপ্লাইয়ার এর প্লাটফর্ম ...